করোনা ভাইরাস এর আতংক
নর্থবেঙ্গলের জব এ্যাফের্য়াস ভলান্টারি অ্যাসোসিয়েশানের সকল সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, করোনা ভাইরাস, COVID- 19 বিশ্বে এক মহামারি রুপ ধারণ করছে, হাজার হাজার মানুষ এই ভাইরাসের মারা গেছে এবং লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে, প্রতি দিন তা বৃদ্ধি পাচ্ছে, তাই বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহিরে যাবেন না, বাহিরে থেকে এসে সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধুবেন, নিজে নিরাপদে থাকতে ঘরে থাকুন, নিজে ঘরে থেকে অন্যকেও নিরাপদ থাকতে সহায়তা করুন, মহান আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন।

Very important advice
ReplyDelete